ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় রাজবাড়ীতে ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০৬ ১৫:২৫:৫০

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আনন্দে গতকাল ৬ই আগস্ট রাজবাড়ীতে শুকরিয়া মিছিল ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নামাজ আদায় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতাকর্মীরা।

 সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর থেকে মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে এসে সমাবেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

 পরে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দুই রাকাত নামাজ আদায় করে নেতাকর্মীরা।

 শুকরিয়া মিছিল শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে দুর্নীতি, শোষণ, অন্যায় মুক্ত প্রতিষ্ঠা করতে হবে। সকল ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে হবে। দেশের সম্পদও আমাদের রক্ষা করতে। কোন গোষ্ঠী যেন জনগণের ক্ষয়ক্ষতি করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। এ সময় বক্তারা দেশ ও মানবতার পক্ষ কাজ করার আহবান জানান।

 সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মুফতি শামসুল হুদা বলেন, দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ রাব্বুল আলামীন এই ফ্যাসিবাদ, খুনি হাসিনার শাসন থেকে আমাদের পরিত্রাণ দান করেছেন। তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ছাত্র সমাজ। এজন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ভাইদেরকে। তিনি আল্লাহর দরবারে তাদের নাজাতের জন্যে দোয়া করেন। এছাড়া যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য দোয়া করেন। তিনি রাষ্ট্রের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং দেশ ও জাতির ক্রান্তিকালে তাদের পাশে থাকার আহ্বান জানান।

 তিনি সববেত জনতাকে বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। সহিংসতা, নাশকতা ও লুটপাট বন্ধ করুন। আদর্শিক পরিবর্তন ও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের কোন বিকল্প নেই। এজন্য তিনি পীর সাহেব চরমোনাই এর হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাশে থাকার আহ্বান জানান।

 এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতী শামসুল হুদা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হুসাইন, কুরআন শিক্ষা বোর্ড রাজবাড়ী জেলার সভাপতি কারী আবু ইউসুফ, ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম মিলন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বেলাল হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার সভাপতি আঃ রহমান সোহান, ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি নুর মুহাম্মদ মিয়া, জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলার সভাপতি মাওলানা আব্দুল মালেকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ