শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করায় গতকাল ৬ই আগস্ট বিকেলে রাজবাড়ীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা।
এর আগে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে জমায়েত হয় নেতাকর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য নঈম আনসারীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী আহসান হাবীব, সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য এ. মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলম, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুবাইদুল ইসলাম মিরাজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক কুমার, জেলা যুব দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দর রউফ হিটু, রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি ও ১নং যুগ্ম-সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আজ ১৭ বছর পর প্রকাশ্যে আমরা সমাবেশ করতে পারলাম। বিনা কারণে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে থাকতে হয়েছে। হিন্দুদের বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাসহ কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং হত্যাকারীদের বিচার দাবী করেন বক্তারা।