ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-০৬ ১৫:৩০:৩৭

মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরী থেকে অব্যাহতি দেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কয়েকটি পদে রদবদল করা হয়েছে। 

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) গতকাল ৬ই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

 বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলমের চাকুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে----বিএনপির মহাসচিব
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের আহবান
সর্বশেষ সংবাদ