ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশা সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু উপলক্ষে আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-০৮ ১৫:২৬:৪২

 রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ক্লাস শুরু হয়েছে। 

 এ উপলক্ষে গতকাল ৮ই আগস্ট সকাল ১০টায় পাংশা সরকারী কলেজের সম্মেলন কক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনোয়ার হোসেন, মোহাম্মদ তোজাম্মেল হোসেন, আইসিটি বিভাগের প্রভাষক মোঃ মামুন-উর রশীদ জোয়ার্দ্দার, বাংলা বিভাগের প্রভাষক মোঃ খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি শেষে আজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলো। দেশের এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে এই দেশ পরিচালনা তোমাদের করতে হবে। কোন অবস্থাতেই দেশকে দুর্নীতির কবলে পড়তে দেয়া যাবে না। যেখানেই দুর্নীতি দেখবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। 

 এই কলেজে আর কোন দুর্নীতি হতে দেয়া যাবে না। অতীতের স্মৃতি ভুলে গিয়ে আগামীতে সুন্দরভাবে এই কলেজটি পরিচালিত হবে। আমরা শিক্ষকরা সর্বদা তোমাদের সহযোগিতা করবো। যেকোন সমস্যায় তোমরা নির্দ্বিধায় শিক্ষকদের কাছে বলবে। 

 বক্তারা আরো  বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে, নয়তো প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষায় নম্বর প্রদান করা হবে না। এমনকি ক্লাসে অনুপস্থিত থাকলে তাকে টিসি দিয়ে দেয়া হবে। আলোচনা সভায় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ