সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩জনসহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সরকারের নির্দেশনা অনুযায়ী থানা পাহারায় রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনার সদস্যরা। সে অনুয়ায়ী রাজবাড়ী সদর থানা পুলিশ শূন্য থাকায় বর্তমানে সেখানে পাহারায় রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ জন সদস্য।
গত ৮ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর থানায় গিয়ে তাদের পাহারা দেওয়ার চিত্র চোখে পড়ে। সেখানে আনসার সদস্য অস্ত্র বিহীন অবস্থায় দায়িত্ব পালন করে চলেছেন।
থানায় দায়িত্ব পালনে রয়েছেন- আনসার ভিডিপি ও ইউনিয়নের দলনেতা জিলাল উদ্দিন, রশিদ মিয়া, আতাউর রহমান ও আনসার সদস্য মহানন্দ বিশ্বাস।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় দায়িত্ব পালনরত আনসার ভিডিপি ও ইউনিয়নের দলনেতা জিলাল উদ্দিন বলেন, গত ৭ই আগস্ট থেকে আমরা থানায় দায়িত্ব পালন করে চলেছি। কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসলে আমরা তাদের পুলিশ কর্মকর্তারা থানায় যোগদান করার পর আসার কথা বলছি। গত ৮ই আগস্ট রাতে পুলিশের কয়েকজন সদস্য থানায় এসে তাদের কিছু পরিধেয় পোশাক নিয়ে গেছেন। তবে পুলিশের কর্মকর্তারা কবে নাগাদ থানায় এসে যোগদান করবেন এরকম কোন নির্দেশনা এখনো পাইনি বলে জানান।
উল্লেখ্য, তিনটি শিফটের মাধ্যমে ৪জন করে আনসার ও ভিডিপি সদস্য থানায় দায়িত্ব পালন করে চলেছেন।