চলমান পরিস্থিতিতে রাজবাড়ী জেলার সকল হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে রাজবাড়ী জেলা ছাত্রদল।
গতকাল ৯ই আগস্ট রাতে রাজবাড়ী শহরের বড়পুল হরিতলা মন্দিরে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী শহরস্থ হরিতলা মন্দিরসহ জেলার অন্যান্য মন্দির ও সনাতন ধর্মের মানুষের বাসাবাড়ী ও মন্দির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকবে। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।
এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।