ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়ী-ঘর ও মন্দির নিরাপত্তা নিশ্চিতে মাঠে জেলা ছাত্রদল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০৯ ১৫:১৭:৪৭

চলমান পরিস্থিতিতে রাজবাড়ী জেলার সকল হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে রাজবাড়ী জেলা ছাত্রদল।

 গতকাল ৯ই আগস্ট রাতে রাজবাড়ী শহরের বড়পুল হরিতলা মন্দিরে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন।

 এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী শহরস্থ হরিতলা মন্দিরসহ জেলার অন্যান্য মন্দির ও সনাতন ধর্মের মানুষের বাসাবাড়ী ও মন্দির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকবে। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।

 এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ