ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন করলো শিক্ষার্থীরা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-১০ ১৫:৫৪:৪১

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

 গত ৯ই আগস্ট সকাল থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শতাধিক শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে তারা।

 সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশ মুখ ও হাসপাতাল চত্ত্বরে নানা আগাছা পরিষ্কার, হাসপাতালের দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কার, ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের চত্ত্বর পরিষ্কার করছে শিক্ষার্থীরা। পরিষ্কারের পর পলিথিনের ব্যাগে ময়লা-আবর্জনা ভরে সেগুলো ডাস্টবিনে ফেলছে তারা।

 এ কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষার্থী আলিম খান বলেন, প্রথম দিনে গোয়ালন্দের জনগুরুত্বপূর্ণ হাসপাতালের সামনে ও আশপাশে পরিষ্কারের কাজ শুরু করেন তারা। হাসপাতালের আঙ্গিনা পরিস্কারের পর তারা গোয়ালন্দ বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং করবেন। যেন সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে। তারপর আমরা গোয়ালন্দে বসবাসরত সংখ্যালঘুদের কাছে যাবো তাদের সাথে যেকোন সমস্যা নিয়ে আলোচনা করবো। 

 আরেক শিক্ষার্থী মিয়া মাহিমুজ্জামান বলেন, এই দেশ আমাদের সকলের। তাই এটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সকলের। গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা হাসপাতাল পরিস্কারের পাশাপাশি, গোয়ালন্দ বাজারে দ্রব্যমূল্যের  মনিটরিং করবো। এছাড়াও দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি অভিযোগও পেয়েছি। আমরা ঘাটে সেগুলো মনিটরিং করবো। তিনি আরও বলেন, দেশ আজ স্বাধীন। আমরা সবাই মিলেমিশে সুন্দর একটি দেশ গড়তে চাই।

 কর্মসূচীতে অংশ নেয়া গোয়ালন্দ সানসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে। এছাড়া তারা সড়কে ট্রাফিকের দায়িত্বও পালন করছে। গোয়ালন্দ একটি অবহেলিত জায়গা। আমরা দেখে আসছি এখানে অনিয়ম, দুর্নীতি, ভূমি দখল, জায়গা দখল, চাঁদাবাজি, দৌলতদিয়া ঘাটে মাদকের সয়লাব এ বিষয়ে আমরা কাজ করবো। আমাদের একটি টিম গঠন হবে। সেই টিমের একটি হটলাইন নাম্বার দ্রুত দেয়া হবে। যেখানে জনসাধারণ তাদের সমস্যার বিষয়ে ফোন দিলেই আমাদের টিম সেখানে সমাধানের জন্য হাজির হবে। আমরা চাই সকলে মিলেমিশে থেকে সুন্দর একটি দেশ ও সুন্দর একটি গোয়ালন্দ উপহার দিবো।

 গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা হাসপাতালের আঙিনা ও আশপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। তাদের এই উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে। হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ