ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী শহরে শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১০ ১৫:৫৯:২১

 চলমান সংকটে পুলিশের কর্মবিরতি থাকায় রাজবাড়ী শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা। 

 গতকাল ১০ই আগস্ট সকাল থেকে রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে তাদেরকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

 সরেজমিন ঘুরে দেখা যায়, রাজবাড়ী শহরের বড়পুল মোড়, বকুল তলা, কোর্ট চত্ত্বর, পান্না চত্ত্বর, ১নং রেলগেট, ২নং রেলগেট, রাজবাড়ী বড় বাজার, মনেক্কা টাওয়ার ও রূপালী ব্যাংকের মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে কাজ করতে তারা। এদের সাথে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় তারা ট্রাফিক পুলিশের মতো লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। তাদের উপহার দিচ্ছেন ফল, পানি, জুসসহ নানা ধরণের খাবারও।

 সাধারণ শিক্ষার্থীরা জানান, চলামান সংকটে নিরাপত্তার কথা চিন্তা করে ও ১১দফা দাবীতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছে। শহরে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। এ কারণে তারা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছেন। সড়কের সৌন্দর্য ফেরাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করে যাচ্ছেন তারা।

 সাব্বির গাজী নামের রোভার স্কাউটসের সদস্য বলেন, আমি রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি। যতক্ষণ রেলগেট ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলাম ততক্ষণ মানুষের ভালোবাসা সাপোর্ট পেয়েছি। সবাই আমাদেরকে অভিবাদন জানিয়েছে। পানি, সফট ড্রিঙ্কস, মিষ্টি, বিস্কুট, কেক ইত্যাদি আরও বিভিন্ন জিনিস তারা আমাদেরকে উপহার দিয়েছে।

 ফায়ার সার্ভিস, স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট তৈরি হচ্ছিল। সবকিছু বিবেচনা করে আমরা নিজেরাই শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে নেমেছি। জনসাধারণ আমাদের এই কাজ দেখে তারা উৎসাহ দিচ্ছে ও বাহবা দিচ্ছে। পুলিশ যতদিন পর্যন্ত কর্মস্থলে না ফিরবে ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করে যাবো।

 কথা হয় বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করা সবুর শেখের সঙ্গে। তিনি বলেন, পুলিশের অনুপস্থিতে শিক্ষার্থীরাসহ স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। তাদের এই কাজ দেখে খুবই ভালো লাগছে। এই সংকট মুহুর্তে তারা দেশের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাই।

 রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আমাদের সদস্যরাও কাজ করছে। পুলিশ যতদিন পর্যন্ত কর্মস্থলে না আসবে ততদিন পর্যন্ত আমরা থাকবো।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ