রাজবাড়ীতে ১১দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কর্মবিরতিতে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গতকাল ১০ই আগস্ট রাত ৮টায় রাজবাড়ী রেলস্টেশনে এ কর্মসূচী পালন করে তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে না যাওয়ার হুশিয়ারী দেন তারা।
এ সময় রাজবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সম্রাট হোসেন, নায়েক আরিফ হোসেন, শামীম মোল্লা, হাবিলদার মোঃ মতিউর রহমান, মোঃ শাহাদাত হোসেন, সিপাহি মোঃ বদরুল আলম, সুফল কুমার মিত্র, মামুনুর রশিদ, শাকিল শেখ, ইউসুফ আলী, তাফসির বিশ্বাস, আবির হোসেন, জাহাঙ্গীর আলম, ইমরান শিকদার, মোঃ হাসান, হারুন সরদার, আশিকুর রহমানসহ আরএনবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসলে আমরা নিরাপত্তা বাহিনী নাকি কর্মচারী সেটা এখনো আমরা জানিনা। তাই এই বিষয়টি আমাদের পরিষ্কার করতে হবে। যদি আমরা বাহিনী হই তাহলে আমাদের বাহিনীর সকল সুবিধা দিতে হবে। নিয়োগ নীতিমালা সংশোধন করতে হবে। প্রতি বছরই পদন্নোতির জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে। আমাদের এরকম ১১টি দাবী রয়েছে। এগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরবো না।