রাজবাড়ী জেলার সকল থানার কার্যক্রম আজ ১২ই আগস্ট থেকে শুরু হচ্ছে। থানার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও আগের মতন স্বাভাবিক ভাবে চলবে।
গতকাল ১১ই আগস্ট রাতে থানার কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম।
এর আগে পুলিশে সংস্কারের দাবীতে কর্মবিরতিসহ সব কর্মসূচী প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। এ সময় তারা সবাই কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল ১১ই আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ উর্দ্ধতনদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিতসহ দাবী পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, পুলিশের সকল দাবী দাওয়া মেনে নিয়েছে কর্তৃপক্ষ। তারা দাবী দাওয়া পূরণের প্রতিশ্রুতিও দিয়েছেন। তাই ১২ই আগস্ট থেকে পুলিশ তার ইউনিফর্মে ফিরবে। জেলার সকল থানার কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ট্রাফিক পুলিশও কাজ শুরু করবে। পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কর্মস্থলে নিরাপত্তা, গত ৫ই আগস্টের দিনসহ আগে ও পরে সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১দফা দাবীতে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করছিল পুলিশের সদস্যরা।