ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ১৩টি সমস্যা ও অনিয়ম প্রতিকারের জন্য শিক্ষার্থীদের আল্টিমেটাম
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১১ ১৫:৪৮:১৯

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চিকিৎসকদের উদাসীনতা, সময়মত চিকিৎসকদের হাসপাতালে না আসাসহ বেশ কয়েকটি অভিযোগের বিষয় নিয়ে হাসপাতাল পর্যবেক্ষণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাধারণ শিক্ষার্থীরা। 

 গতকাল ১১ই আগস্ট সকালে জেলা সদর হাসপাতালে পর্যবেক্ষণে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীরা। 

 এ সময় তারা হাসপাতালের তত্ত্বাবধায়ককে ১৩দফা দাবীর কথা তুলে ধরে দাবী আদায়ের জন্য আল্টিমেটাম দেন। দাবী আদায় না হলে তত্ত্বাবধায়কসহ অন্যান্য চিকিৎসকদের পদত্যাগের জন্য কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিরা জানান, আমাদের কাছে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ এসেছে। আমরা হাসপাতালের ১৩টা অনিয়মের সন্ধান পেয়েছি। যেমন- টিকিটের অনিয়ম ও ভোগান্তি, বিনামূল্যে ঔষুধ সরবরাহের ক্ষেত্রে অনিয়ম, রোগীদের খাবারে অনিয়ম, চিকিৎসকদের ডিউটিটে আসার অনিয়ম, চিকিৎসকদের সকাল ৮টায় আসার কথা থাকলেও বেশির ভাগ চিকিৎসক আসেন ১১টা ও ১২টার দিকে। হাসপাতালে নার্সদের ব্যবহার ভালো না, হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম, হাসপাতাল অপরিষ্কার ও অপরিচ্ছন্নসহ আরও কিছু অভিযোগ রয়েছে। এগুলো আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরেছি। তাকে আমরা আল্টিমেটাম দিয়েছি। আমাদের দাবী দাওয়াগুলো পূরণ না হলে আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হান্নানসহ অন্যান্য ডাক্তারদের পদত্যাগের জন্য কঠোর আন্দোলন করবো।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার প্রতিনিধি মোঃ হাসিব বলেন, রাজবাড়ী সদর হাসপাতালের ১৩টি অনিয়মের কথা আমাদের কাছে এসেছে। আমরা হাসপাতালে এসে মনিটরিং করেছি। সকল রোগীদের কাছে গিয়েছিলাম। তারাও অনিয়মের বিষয় গুলো আমাদের বলেছে। আমরাও স্বচক্ষে কিছু অনিয়ম দেখেছি। যেমন- অনেক চিকিৎসক হাসপাতালে আসেনি। হাসপাতাল অপরিষ্কার। টিকিট কাটার কাউন্টারের ভোগান্তিসহ আরও বেশকিছু। অনিয়মের এই বিষয়গুলো নিয়ে আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি। তাকে আমরা আলটিমেটাম দিয়েছি হাসপাতালের অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দোলন করা হবে।

 রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তারা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ১৩টি অনিয়ম ও সমস্যার কথা চিহ্নিত করে আমাকে জানিয়েছে। আমিও তাদের দাবী দাওয়ার সাথে একমত। আমিও চাই সব কিছু ঠিক হওয়া দরকার। তবে রাতারাতি সবকিছু ঠিক করা যাবে না। এর জন্য সময় দরকার। আমি তাদেরকে আশ্বস্ত করেছি তাদের দাবী দাওয়াগুলো এক এক করে পূরণ করা হবে। এ বিষয়ে আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ