ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ক্লাস শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৮-১২ ১৫:১৬:৩৩

 রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসায় গতকাল ১২ই আগস্ট উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে আলিম প্রথম বর্ষের ক্লাস শুরু করা হয়েছে।

 মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম পাঠদান কার্যক্রমে মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

 জানা যায়, ফাজিলের(স্নাতক) অধিভুক্তিকরণ, কামিল শাখার হাদিস বিভাগের পাঠদান অনুমোদন, মাসিক কুইজ-বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রতিদিন অ্যাসেম্বলি ক্লাসের পর বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষার ৪০ মিনিটের একটি বিশেষ ক্লাস, ছাত্র-ছাত্রীদের সুন্নাতি পোশাক, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক নামাজ ঘর প্রতিষ্ঠা করা, নূরানী ও হেফজ শাখা খোলা, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য হোস্টেল প্রতিষ্ঠা এবং মাদরাসার শিক্ষার মান উন্নয়ন করাসহ এসব কার্যক্রম বাস্তবায়নে পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা দৃষ্টান্ত স্থাপন করেছে।

 অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম জানান, নূরানী ও হেফজ শাখায় প্রায় অর্ধশত ছাত্র হোস্টেলে অবস্থান করে শিক্ষা গ্রহণ করছে। এছাড়া বেশ কিছু সংখ্যক ছাত্র নিজ বাড়ী থেকে আসা যাওয়া করে নূরানী ও হেফজ শাখায় লেখাপড়া করছে। ইবতেদায়ী, দাখিল, আলিম ও কামিল শাখায় সব মিলে ১হাজার ১৫০ জন শিক্ষার্থী আছে বলেও তিনি জানান। মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম বয়ে আনছে। মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রচেষ্টায় মাদরাসার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ