ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী জেলায় ৩১৩৭ জনের দেহে করোনা শনাক্ত॥মৃত-২৪
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১৮ ১৭:০৯:৫৪
রাজবাড়ী জেলায় নতুন আরো ৩জনের দেহে করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় গত একদিনে আরো ৩জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩ হাজার ১৩৭ জনের করোনা শনাক্ত হলো। 

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১৮ই অক্টোবর জেলার আরো ৫৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৪ ও ১৫ই অক্টোবর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ১জন রাজবাড়ী সদর ও ২ জন পাংশা বালিয়াকান্দি উপজেলার।

  সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৯৬৪ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং ২৪ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫জন হাসপাতালে এবং ১৪৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

 

  উল্লেখ্য, গতকাল ১৮ই অক্টোবর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রাসেল(৩০), আবুল বাশার(২৮), পাংশা উপজেলার ফরিদ উদ্দিন(৪০), আরিফ(২৪) এবং কালুখালী উপজেলার বজলুর রহমান(৭৭)।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ