বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে গতকাল ১৪ই আগস্ট বিকেলে বাংলাদেশ হাট মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, মোঃ ফজলুল হক উজ্জ্বল, মোঃ আবু তালেব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিঠু বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ইউনুস ও জেলা কৃষকদলের সদস্য মোঃ বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।
সিরাজুল ইসলামের উপস্থাপনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রহমান ভেন্ডার, সাবেক সভাপতি মোঃ আফছার উদ্দিন শিকদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ তায়জদ্দিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আবু বকর।