ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর চলমান পরিস্থিতিতে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জে শান্তি ও নিরাপত্তা সমাবেশ হয়েছে।
গতকাল ১৪ই আগস্ট বিকেলে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি পুরাতন বাজার এলাকায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির কমিটির সভাপতি শ্রী অপূর্ব কান্তি সাহার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী অশোক কুমার সরকার।
অন্যাদের মধ্যে খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেন স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালিদ হাসান, যুগ্ম আহ্বায়ক অমিত প্রামাণিক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোতালেব শিকারি বক্তব্য রাখেন।
প্রধান প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি কুচক্রী মহল সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে হামলা-নির্যাতন চালিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার ষড়যন্ত্র করছে। এই মাটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এখানে বিভেদ সৃষ্টির কোন সুযোগ নেই। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সোচ্চার থেকে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।