১৫ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের সংগঠিত হওয়া এবং যে কোন ধরণের নাশকতা ঠেকাতে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে তিনদিনের অবস্থান কর্মসূচী পালন শুরু করেছে বিএনপি।
এ উপলক্ষে গতকাল ১৪ই আগস্ট সকাল ১০টায় গোয়ালন্দ পৌর জামতলায় সমাবেশ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক ও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বিকাল ৫টা পর্যন্ত তারা অবস্থান করে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে কর্মসূচীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, বিএনপি নেতা খন্দকার আব্দুল মুহিত, আমজাদ হোসেন, সাইদুল মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
অবস্থান কর্মসূচীতে নেতারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা গোয়ালন্দে তিনদিনের এ অবস্থান কর্মসূচী শুরু করেছেন। ১৫ই আগস্টকে কেন্দ্র করে তারা আওয়ামী লীগের যে কোন ধরণের বিশৃঙ্খলা ও নাশকতা রুখে দিতে মাঠে প্রস্তুত আছে।
তারা আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনদিনের কর্মসূচীতে উপজেলার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে আমরা শান্তিপূর্ণ মিছিল করব। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেবে নেতাকর্মীরা। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথা চাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই।