রাজবাড়ী জেলার পাংশা ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরে গতকাল ১৪ই আগস্ট সকালে এলাকার শান্তি-শৃঙ্খলা এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে’র সভাপতিত্বে এবং পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পালের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান চাঁদ আলী খান বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া মাছপাড়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশীষ কুমার বর্ধন, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিধান কুমার বিশ্বাস, দেব প্রসাদ গোস্বামী, বিষ্ণুপদ ঘোষ ও প্রলয় কুমার বিশ্বাস চয়ন প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, হাবাসপুর ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মোদী, পাংশা পৌর কেন্দ্রীয় কালি মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক প্রান্তোষ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), ইঞ্জিনিয়ার তপন কুমার বিশ্বাস, পাংশা সরকারী কলেজের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষরে সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দে, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, অসিত কুমার বিশ্বাস, নিতাই দত্ত, চন্ডীচরণ ঘোষ, নিতাই রায়সহ সনাতন হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।