ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
  • প্রতিনিধি
  • ২০২৪-০৮-১৬ ১৫:১৪:৫৪

 রাজবাড়ী জেলার পাংশায় মৌরাট ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে গতকাল ১৬ই আগস্ট বিকেলে বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 পরে মৌরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে ও মৌরাট ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দিন মাসিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, মৌরাট ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোবায়দুল হক, মৌরাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মহাজন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস, মৌরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, জেলা কৃষক দলের সদস্য কামাল হোসেন কালাম মিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট কাইয়ুম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম লস্কর, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, প্রফেসর তোফায়েল আহমেদ তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব লস্কর, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সুমন মন্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা রোকনুজ্জামান মিয়া নিউটন, ফরিদ উদ্দিন মাস্টার, জয়নুল ইসলাম সজীব, মাজেদুল ইসলাম, কাজল মিয়া ও মতিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

 আলোচনা সভায় মৌরাট ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম। 

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ