রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় শিক্ষার মানোন্নয়নে গতকাল ১৬ই আগস্ট বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা, হোগলাডাঙ্গী এম আই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক ও এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর মোঃ মনিরুজ্জামান খান বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কালুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল মালেক, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সামাজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার পরিচালক হাফেজ মীর মোঃ আকরাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান খান বলেন, আদর্শ মানুষ হিসাবে শিশুদের গড়ে তুলতে হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি সামর্থ্য অনুযায়ী শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য- সহযোগিতা এবং সামাজিক ও জনকল্যাণ মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জাফরপুর হাফিজিয়া মাদরাসায় শিক্ষার মানোন্নয়নসহ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
বিকাল আড়াইটার দিকে মোঃ মনিরুজ্জামান খান মাদরাসায় পৌঁছিলে মাদরাসার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন। সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ কায়সার আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আজম মন্ডল, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুল হক, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী ও মীর মোঃ আশরাফ আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।