ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে খালেদা জিয়ার জন্মদিন ও তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৬ ১৫:২২:৩১

 রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও তার রোগমুক্তি এবং সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে গতকাল ১৬ই আগস্ট বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য আব্দুস সালাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান, পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী মোল্লা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাজী বাড়ী জামে মসজিদের ইমাম মওলানা ইজাজ আহমেদ।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ