ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
অন্তবর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো চার উপদেষ্টা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৬ ১৫:২৩:৩০

 অন্তবর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরো ৪জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গতকাল ১৬ই আগস্ট বিকেল ৪:১১টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।

 অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই নতুন চার উপদেষ্টা শপথ নিলেন।

 তাঁরা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেঃ জেঃ(অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

 শপথ বাক্য পাঠ করার পরে তাঁরা প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।

 মন্ত্রী পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

 এ সময় কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তবর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩জন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

 পরে ১১ই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার আর ১৩ই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক। সর্বশেষ গতকাল শুক্রবার শপথ নিলেন উপদেষ্টা পরিষদের ৪জন জন সদস্য।

 গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

 ওই দিনই মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তবর্তীকালীন সরকার।      

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ