সাগর দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য জীবন দিয়েছে। দেশের জন্য ইতিহাস তৈরী করেছে ওরা। ওদের জন্যই আজ দেশের তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীরা তাদের নায্য পাওনা বুঝে পেয়েছে।
গতকাল ১৭ই আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের সাগর আহম্মেদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাগরের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এরপরে নিহত সাগরের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন ও জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।