ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
উপাচার্য বরাবর নয় দফা দাবীতে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের স্মারকলিপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৮ ১৫:০৮:৫২

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ ৯ দফা দাবীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীরা। 

 গতকাল ১৮ই আগস্ট সকালে কেন্দ্রীয় প্রতিনিধি, কলেজ প্রতিনিধি ও শিক্ষার্থীরা স্মারকলিপির কপিটি রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের কাছে জমা দেন।

 এ সময় শিক্ষার্থীদের পক্ষে ৯দফা পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় চলমান সমস্যা নিরসন কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ জিয়াউল শরীফ। এসময় কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন শিক্ষার্থীদের ৯ দফার সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তার অবস্থান থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান দেন।

 শিক্ষার্থীরা বলেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট একটি প্রধান সমস্যা। তাই আমাদের সেশনজট নিরসন করতে হবে এবং এক বছরের মধ্যে একটি ইয়ারের পরীক্ষা ও ফলাফলের ব্যবস্থা করতে হবে। ভালো পরীক্ষা দেয়ার পরও ফলাফল অস্বাভাবিক আসে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পুরাতন সমস্যা। এই সমস্যাটির সমাধান করতে হবে। বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলোতে ঠিকমতো ক্লাস হচ্ছে কিনা তা তদারকি করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগের জন্য কোন নম্বর নেই। একজন শিক্ষার্থী হয়রানী হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সে যোগাযোগ করতে পারেনা। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য একটি হট লাইন নম্বর চালু করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেক সরকারী বেসরকারী কলেজসমূহে কারণ না দেখিয়ে অনেক অতিরিক্ত ফি নেওয়া হয়ে থাকে। এ বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কোন সমাবর্তন হয় না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তনের আয়োজন করতে হবে। এক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে যাতে সমাবর্তনের আয়োজন হয় সে ব্যবস্থা করতে হবে। ইনকোর্স পরীক্ষায় পরিবর্তন আনতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার অনেক দুর্বল। বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেয়ার আগে সার্ভার ডাউন হয়ে যায়। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারটি আপগ্রেডেশন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল, মূল সনদের জন্য আবেদন, কোন ডকুমেন্টস কারেকশনের জন্য একটি হেল্প লাইন চালু করতে হবে।

 এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রতিনিধি ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ ওসমান গণি, কলেজ প্রতিনিধি গণিত ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ সুমন হোসেন, অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ মানিক হোসেন, সায়মন হোসেন, শামিম হোসেন, আঃ আলিমসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ