ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ অন্যান্য সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৮ ১৫:১১:০৮

 রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই আগস্ট সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার আহমেদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন আহমেদ, সিনিয়র সদর উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজিব, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, রাজবাড়ী পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্বার্থ ভৌমিক। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা তাদের কার্যসূচী উপস্থাপন করেন।

 পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে, জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, তথ্য অধিকার আইন জোরদারকরণের লক্ষ্যে উপদেষ্টা কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, এসডিজি সংক্রান্ত সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

 

 

 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ