সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের ফাঁসির দাবীতে তার নিজ জন্মস্থান রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ২০শে আগস্ট দুপুরে বিক্ষোভ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
সাতক্ষীরায় থাকা অবস্থায় চৌধুরী মঞ্জুরুল কবির বিএনপি ও জামায়াতের ৩শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলটি মনিমুকুর কিন্ডার গার্টেনের সামনে থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তাগণ বলেন, সাতক্ষীরায় কর্মরত থাকাকালে চৌধুরী মঞ্জুরুল কবির কর্তৃক পুলিশ দিয়ে বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩শতাধিক নেতাকর্মীকে হত্যা করেন। এ জন্য তাকে বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির সর্বশেষ ঢাকায় র্যাবে কর্মরত ছিলেন।