রাজবাড়ীতে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ।
গতকাল ২১শে আগস্ট সকাল ১১টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটির উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সরকারী ও বেসরকারী নার্সিং ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা।
একই সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে নিয়োজিত ডিপ্লোমা বিহীন ভুয়া নার্সদের অপসারণে স্বাস্থ্য বিভাগকে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এ দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটির শিক্ষার্থীরা।
মানববন্ধনের সমন্বয়করা বলেন, বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য সেক্টরে নানা অনিয়ম ও দুর্নীতিতে নজিরবিহীন রেকর্ড গড়েছে। যার ফলশ্রুতিতে নার্সিং সেক্টরের শিক্ষা, সার্ভিস এবং প্রশাসন সকল ক্ষেত্রে অসংখ্য বৈষম্য তৈরি হয়েছে। অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় একদিকে দেশের জনসাধারণ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনিভাবে রেজিস্ট্রার্ড নার্স ও মিডওয়াইফদের মধ্যে বেকারত্ব বাড়ছে। যার ফলে সমগ্র নার্স ও মিডিওয়াফদের মধ্যে চরম অসন্তো সৃষ্টি হয়েছে। দেশ সংস্কারের অংশ হিসেবে জনসাধারণের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য নার্সিং সেক্টরে আমূল পরিবর্তন প্রয়োজন। নার্সিং সেক্টরের শিক্ষা, সার্ভিস এবং প্রশাসন সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ কাজ করে যাবে বলে জানান তারা।
রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ভুয়া নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগীদের মৃত্যু হয়। সেই মুহূর্তে রোগীদের স্বজনরা নার্সদের অদক্ষ হিসেবে অপবাদ দেয়। এর আড়ালের গল্প কেউ দেখতে আসে না। বিপরীতে একজন রেজিস্ট্রার্ড নার্সকে দীর্ঘ বছর নার্সিং বিষয়ে পড়াশোনা করে এরপর কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। অথচ ভুয়াদের দাপটে প্রকৃত নার্সরাই এখন কর্মহীন। আমরা এসব ভুয়া নার্সদের অপসারণ চাই।
বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটির রাজবাড়ীর প্রতিনিধি তারেক বলেন, ভুয়া নার্সদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে এদের কারণে আমাদের টিকে থাকা কঠিন। তাদেরকে নার্স হিসেবে দেখিয়ে হাসপাতাল-ক্লিনিকগুলো রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এ ঘটনায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে সিভিল সার্জনকে দেয়া স্মারকলিপিতে স্পষ্টভাবে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে প্রত্যেক ভুয়া নার্সকে শনাক্ত করে তাদের অতিসত্বর অপসারণ করতে হবে।
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন বলেন, যারা নার্স না হয়েও নার্স সেজে কাজ করছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। শিক্ষার্থীরা আমার কাছে এসেছিলো। তাদের দাবিগুলো যৌক্তিক। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি প্রকৃত রেজিস্ট্রার্ড নার্সরা শিগগিরই তাদের নায্য অধিকার ফিরে পাবেন।
এ সময় বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শান্তা আক্তার, সুমাইয়া আক্তার লিলি, শারমিন আক্তার, সাথী আক্তার, দিসা রাণী, সাজ্জাদ হোসেন। কর্মসূচীতে রাজবাড়ীর সকল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।