ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগরের কবর জিয়ারত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল ২২শে আগস্ট বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে বিল টাকাপোড়া গ্রামে সমাহিত সাগরের কবর জিয়ারত করেন তারা।
এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলার নেতৃবৃন্দ চরমোনাই পীরের পক্ষ থেকে নিহত সাগর আহমেদের বাড়ীতে গিয়ে তার পিতার সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং সান্ত্বনা দেন।
এ সময় তারা বলেন, যে গত ৫ই আগস্ট শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। তাই আমাদের পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সকল আহতদের সুস্থতা কামনা এবং তাদের চিকিৎসার সার্বিক খরচ সরকারকে গ্রহণ করার দাবী জানান।
কবর জিয়ারতে রাজবাড়ীর কৃতি সন্তান ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মোল্লা মুহাম্মাদ সুমন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার সভাপতি মুস্তাফিজুর রহমান সেলিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা সভাপতি আঃ রহমান সোহান, বালিয়াকান্দি উপজেলা দ্বীন কায়েম সংগঠনের সভাপতি মওলানা আশরাফুল ইসলাম, সেক্রেটারী ক্বারী মুরাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা সভাপতি মুফতি রঈচ উদ্দিন, সেক্রেটারী মাওলানা নজিবুল্লাহ, যুব নেতা ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন ও ছাত্রনেতা আবুজর ইসলাম সোহেলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।