ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বরাট ইউনিয়নে অস্ত্রের মুখে প্যানেল চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ॥প্রতিবাদে বিক্ষোভ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-২২ ১৫:০০:৫৫

 রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া শাহজাহানকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে।

 গতকাল ২২শে আগস্ট সকালে এ ঘটনার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ করে প্যানেল চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখার দাবী জানান।

 বরাট ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া শাহজাহান জানান, গত ২১শে আগস্ট দুপুরে অফিস চলাকালীন সময়ে ইউপি চেয়ারম্যান ও পরিষদের সচিবসহ চেয়ারম্যানের লোকজন আমাকে রুমের মধ্যে আটকে ফেলে। আটকানোর পর তাকে জোরপূর্বক একটি লিখিত কাগজে স্বাক্ষর করতে বলে চেয়ারম্যান। কাগজটি না পরে স্বাক্ষর করতে তিনি অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এ সময় তিনি রুম থেকে বের হতে গেলে নিজাম, দিরাজ শেখ, শফিক ও ইসলাম তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি কাগজে স্বাক্ষর নেয়।

 বরাট ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সামসুদ্দিন বিশ্বাস সানা প্রতিবাদ জানিয়ে বলেন, আব্দুল হালিম মিয়া শাহজাহান একজন জনপ্রিয় ইউপি সদস্য। তিনি নির্বাচনের মাধ্যমেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। দেশের রাজনৈতিক পরিবর্তন হওয়ার সাথে সাথে চেয়ারম্যানের রূপ বদলে গিয়েছে। গত ২১শে আগস্ট ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে এসে শাহজাহানকে একা পেয়ে জোরপূর্বক প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছে। এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে চেয়ারম্যানের অপসারণ দাবী করেন তিনি।

 ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিন বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি কেন তাকে পদত্যাগ করতে বাধ্য করবো, তিনি নিজেই পদত্যাগ করেছেন। আপনার প্রমাণ খুঁজুন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ