ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
নিহত গণি শেখের পরিবারকে কৃষক দলের কেন্দ্রীয় নেতা এডঃ আসলাম মিয়ার আর্থিক সহায়তা প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-২৩ ১৪:৫৬:৫৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় নিহত হন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা আব্দুল গণি শেখ। 

 নিহত আব্দুল গণি শেখের পরিবারের খোঁজখবর নিতে গতকাল ২৩শে আগস্ট বিকেলে তার বাড়ীতে যান জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এডঃ মোঃ আসলাম মিয়া। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

 খানখানাপুর নতুন বাজার গ্রামে নিহত আব্দুল গণি শেখ বাড়িতে তার স্ত্রী লাকি আক্তার, ছেলে আলামিন, মেয়ে শান্তনা ও সমবেদনা জানিয়ে এডঃ মোঃ আসলাম মিয়া পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং গণি শেখের কুলখানীর সমস্ত টাকা বহন করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি গোয়ালন্দ মোড় এলাকা শহীদ গণি শেখ চত্ত্বর নামকরণের ঘোষণা দেন। 

 কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়া বলেন, আব্দুল গণি শেখ মরে যায়নি, তিনি শহীদ হয়েছেন। তিনি দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমরা গণি শেখের পরিবারের পাশে সব সময় থাকবো। 

 এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গত ১৯শে জুলাই সকাল ৯টার দিকে আব্দুল গণি শেখ উত্তর বাড্ডার বাসা থেকে বের হয়ে গুলশান ৬ নম্বর সড়কে তার কর্মস্থল আবাসিক হোটেল সিক্স সিজন যাচ্ছিলেন। পথে হোটেলের মাঝামাঝি স্থানের গুলশান শাহজাদপুর বাঁশতলা এলাকায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা চলাকালে তিনি পুলিশের গুলিতে নিহত হন।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ