রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি, অন্যের সম্পদ লুণ্ঠন, ধর্ষণ ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানীর অভিযোগে অভিযুক্ত বিডিআর বিদ্রোহে চাকুরীচ্যুত দিলু মিয়াকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
গতকাল ২৪শে আগস্ট বিকেলে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন ভুক্তভোগী এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসী।
মানববন্ধনে ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী সাইদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা খন্দকার মঞ্জুরুল হক মুন্নু, ঝন্টু খন্দকার, রকিবুল রহমান, মনোয়ার শেখ, মিজানুর রহমান, মজিবর রহমান ও সিরাজ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় তারা দিলু মিয়ার নানান অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন।
তারা বলেন, দিলু মিয়া বিডিআরে চাকুরী করতো। বিডিআর বিদ্রোহে চাকরীচ্যুত হয় সে। এরপর সে ইসলামপুরে শ্বশুর বাড়ীতে বসবাস শুরু করে এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতার পরিচয়ে দিলু মিয়া সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্নজনের কাছ থেকে সালিশের নামে চাঁদা আদায়, থানায় দালালী, অপরের জমি দখল এমনকি মসজিদ দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া তার মারপিটে সিরাজুর রহমান নামে এক ব্যক্তি অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করেছে এমন ঘটনাও রয়েছে দিলুর বিরুদ্ধে।
দিলু মিয়ার পাশের বাড়ীর বাসিন্দা মজিবর রহমান জানান, বাড়ীর পাশেই তার একটি কারখানা আছে। দিলু তার কাছে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে তিনি তাকে ১লক্ষ টাকা চাঁদা দেন। কিন্তু সে আরো ৪লক্ষ টাকা চাঁদার দাবী করতেই থাকে। এক পর্যায়ে তিনি দিলু মিয়ার ভয়ে কারখানা বন্ধ করে দেন।
সন্ত্রাসী দিলু মিয়ার অত্যাচারে অপর ভুক্তভোগী ঝন্টু খন্দকার বলেন, দীর্ঘদিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে দিলু আওয়ামী লীগ নেতার পরিচয় দিয়ে সে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ বিভিন্ন সুবিধা আদায় করে নিয়েছে। তার দোকানে একদল সন্ত্রাসী নিয়ে হামলা ও লুটতরাজ চালায় দিলু। এভাবে দিলু অনেক সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করাসহ তাদেরকে নির্যাতন করেছে। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনে সে নিজে ছাত্র জনতার হাত থেকে বাঁচার জন্য নিজস্ব লোকজন দিয়ে তার বাড়ী ভাংচুর করায়। পরবর্তীতে সে গ্রামের সাধারণ মানুষকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করে।