রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল ২৬শে আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫০তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গ্রন্থ পারায়ন, হোমযজ্ঞ, শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল সোমবার সকালে পাংশা পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দিরে গ্রন্থ পারায়ন ও হোমযজ্ঞ শেষে দুপুর ১২টার দিকে মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পাংশা শহরের প্রধান সড়ক হয়ে শোভাযাত্রাটি পাংশা আদি মহাশ্মশানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে পাংশা আদি মহাশ্মশান নাট মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে’র সভাপতিত্বে এবং গোবিন্দ দত্তের উপস্থাপনায় ধর্মীয় আলোচনা সভায় অতিথিদের মধ্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সুশীল কুমার মোদি, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা আদি মহাশ্মশান কমিটির সহ-সভাপতি ও বিএনপি নেতা প্রান্তোষ কুমার কুন্ডু, মাছপাড়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশীষ কুমার বর্দ্ধন প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌর কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিখিল কুমার দত্ত, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কিশোর কুমার দাস, পাংশা আদি মহাশ্মশান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার রায়, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, ডাকুরিয়া মহাশ্মশান কমিটির সহ-সভাপতি মনোজ কুমার চৌধুরী, কশবামাজাইল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ বিশ্বাস, কলিমহর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিধান কুমার বিশ্বাস, নাওরা হাটবনগ্রাম বারো পল্লী মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পংকজ দত্ত ও মৌরাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ঘোষ প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা)।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, পাংশা পৌরসভার প্রাক্তন কমিশনার ও প্যানেল মেয়র ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, মাছপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার দাস, পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দে, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর অজিত কুমার বিশ্বাস, চন্ডীচরণ ঘোষ, তেজেন্দ্রনাথ মন্ডলসহ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।