অবশেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে গত ২৫শে আগস্ট রাত ৮টার দিকে মাওলানা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইতিপূর্বে একাধিকবার গোয়ালন্দে মাহফিলের আয়োজন করা হলেও আওয়ামী লীগ সরকার এবং স্থানীয় প্রশাসনের বাঁধায় তিনি মাহফিল করতে পারেননি। মাহফিলে ১৪৪ ধারা পর্যন্ত জারি করা হয়। বক্তারা এর প্রতিবাদ জানিয়ে দায়ীদের শাস্তির দাবী জানান।
ওয়াজ মাহফিলের আয়োজন করে যদু ফকির পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও দৌলতদিয়া ইসলামী যুব সমাজ। রাত সাড়ে ৯টায় প্রধান অতিথির বয়ান করতে মাহফিলের মঞ্চে ওঠেন মাওলানা মুফতি আমির হামজা। শুরুতেই তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে মারা যাওয়া সকলকে শহীদ আখ্যা দিয়ে বলেন, দীর্ঘ ১৬ বছর স্বাধীনভাবে আমরা চলাফেরা, কথাবার্তা বলতে পারিনি। অন্যায়ভাবে জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। অনেক গুম, খুনে ঘটনা ঘটেছে। কিন্তু সাধারণ ছাত্র-জনতার আন্দোলনে সে অবস্থার অবসান ঘটেছে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যাদের আত্মদানের বিনিময়ে এই পরিবর্তন তারা নিঃসন্দেহে শহীদ। তারা মৃত নয়। বাংলার মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, এটাই চেয়েছিলো বাংলাদেশ।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) আমাদের নেতা। তাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা মানেন তারা মুসলমানই নয়।
তিনি আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, তারা মানুষের ভোটের অধিকার ও মত প্রকাশের অধিকার হরণ করেছিল। ব্যাপক লুটপাট ও দুর্নীতি করেছিল। কিন্তু এখন তারা পালিয়েও রক্ষা পাচ্ছে না। সব নেতা উচিত শিক্ষা পাচ্ছে। আমি তাদের নিয়ে শংকিত তারা পরকালে স্রষ্টার নিকট এর কি জবাব দেবেন!
গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাহফিলে কয়েক হাজার মুসলিম-জনতা অংশ নেন। মাহফিলে সভাপতিত্ব করেন যদু ফকিরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কালাম ফকির।
মাহফিলে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা হতে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি ও হালিম ফকির প্রমুখ বক্তব্য রাখেন।