ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
রাজবাড়ীতে আরো ৬জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ৩১৪৩ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১৯ ১৪:১৭:৫৯

রাজবাড়ী জেলায় আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩হাজার ১৪৩জনের করোনা শনাক্ত হলো। 

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১৯শে অক্টোবর জেলার আরো ৩৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৬জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৬ ও ১৭ই অক্টোবর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৩জন রাজবাড়ী সদর, ২জন পাংশা ও ১জন গোয়ালন্দ উপজেলার।

  উল্লেখ্য, গতকাল ১৯শে অক্টোবর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন ঃ রাজবাড়ী সদর উপজেলার আব্দুল মতিন(৩৬), মুক্তি দাস(৩৭), মোশাররফ হোসেন(৭০), পাংশা উপজেলার আসমত(৫৫), শরীফুল ইসলাম(২৩) এবং গোয়ালন্দ উপজেলার উজ্জ্বল ঘোষ(২৩)। 

 

  সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৯৮০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৪ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫জন হাসপাতালে এবং ১৩৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ