রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চর শ্যামনগর দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী শিক্ষক মাওলানা মোঃ জালাল উদ্দিনের বিদায়ী সংবর্ধনা গত ২৮শে আগস্ট দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চর শ্যামনগর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকেই মৌলভী শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন মোঃ জালাল উদ্দিন।
বিদায়ী অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তণ ছাত্র ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সম্পাদক অর্থ ও ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ড ফাউন্ডেশনের আজীবন সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কামরুজ্জামান, মাদ্রাসার সহকারী শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাওলানা জালাল উদ্দিন তার কর্মজীবনে বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
এডভোকেট আসাদ বলেন, এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে আমি ফরিদপুর জেলা জর্জ কোর্টের আইনজীবী হয়েছি। কিন্তু এ মাদ্রাসার লেখাপড়ার স্মৃতি কখনও ভুলতে পারিনি।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, মাদ্রাসা এলাকাতেই মাওলানা জালাল উদ্দিনের বাড়ী থাকায় তিনি সঠিক সময়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষা দান করতেন। সব সময় তিনি ছাত্র-ছাত্রীদের মনযোগ সহকারে লেখাপড়া করাতেন।
বিদায় অনুষ্ঠানে সিনিয়র সহকারী মৌলভী শিক্ষক মাওলানা মোঃ জালাল উদ্দিনকে মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী উপহার দেওয়া হয়।