ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মাছপাড়ায় সরকারী জমি থেকে খন্দকার মার্কেটের সিঁড়ি অপসারণের জন্য সড়ক বিভাগের চিঠি॥মামলা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-৩০ ১৪:৫৮:২৫

 সরকারী জমি অবৈধভাবে দখল করে পাংশা উপজেলার মাছপাড়ায় ‘খন্দকার মার্কেট’-এর সিঁড়ি নির্মাণের অভিযোগে অবৈধ স্থাপনা অনতিবিলম্বে অপসারণের জন্য রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ (সওজ)।

 গত ১২ই আগস্ট ৩৫.০১.৮২৭৬.৮২৭.৯৯.০৯৪-২৪-৩৩০ নং স্মারকে রাজবাড়ী সড়ক ও জনপদ(সওজ)-এর উপ-বিভাগীয় প্রকৌশলী(চঃ দাঃ) তুষার আহমেদ স্বাক্ষরিত নোটিশে খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে অবৈধভাবে দখল করা জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য অনুরোধ করা হয়।

 এ ব্যাপারে রাজবাড়ী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ বলেন, ওই জমির মালিক জেলা পরিষদ। ওই মার্কেটের সামনে দিয়ে সড়ক ও জনপদের আঞ্চলিক মহাসড়ক রয়েছে। কিছুদিন পরেই ওই সড়কের কাজ শুরু হবে। ওই মার্কেটের সামনের অংশ অর্থাৎ সিঁড়ির অংশ সড়কের ওপর সরকারী জমিতে চলে এসেছে। এতে যান চলাচলসহ জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে। মাপঝোক করে জমির পরিমাণ নির্ধারণ হবে। এজন্য সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে চিঠি দিয়ে অবৈধ স্থাপনা সরানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 জানা গেছে, পাংশা উপজেলায় মাছপাড়া-তত্ত্বীপুর সংযোগ সড়কে মাছপাড়া মৌজায় তিন দাগের মোট ২২ শতাংশ জমির ওপর পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ‘খন্দকার মার্কেট’ নামের একটি মার্কেট নির্মাণ করেন।

 এ বিষয়ে পাংশার সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, গত ২৯শে আগস্ট তিনি রাজবাড়ী সড়ক উপ-বিভাগ থেকে পাঠানো চিঠির জবাব দিয়েছেন।

 তিনি আরো বলেন, আমার মালিকানাধীন খন্দকার মার্কেটটি আমার স্বত্ব দখলীয় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া মৌজার অন্তর্গত বিএস ৩৫৬ ও ৪৮৬ নং খতিয়ানভুক্ত এস ১৯৮০ নং দাগে চার শতাংশ, বিএস ১৯৮১ নং দাগে দশ শতাংশ, বিএস ১৯৮২নং দাগের ১১ শতাংশের মধ্যে ৮ শতাংশসহ মোট ২২ শতাংশ জমির উপর খন্দকার মার্কেকটি নির্মাণ করা হয়েছে। আমার নির্মাণাধীন মার্কেটটি সরকারী জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়নি। সরকারী জমি ঘেঁষে আমার নিজস্ব জমির মধ্যেই মার্কের্টের সিঁড়ি নির্মাণ করা হয়েছে।

 খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, মাপঝোক করে যদি মার্কেটের মধ্যে সরকারী জমি থাকে তাহলে আমি নিজ দায়িত্বে ও নিজ খরচে তা অপসারণ করবো। সড়ক উপ-বিভাগের চিঠি পাওয়ার পর এ ব্যাপারে আমি প্রতিকার চেয়ে রাজবাড়ীর পাংশা সিনিয়র জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী পাইবার দেওয়ানী মোকাদ্দমা দায়ের করেছি। যা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

 তিনি দাবী করেন স্থানীয় কতিপয় অসাধু লোকজন রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে আমাকে আর্থিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ বিষয়ে সড়ক বিভাগকে ভুল তথ্য প্রদান করেছেন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ