ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণির কুলখানি অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ/রফিকুল ইসলাম
  • ২০২৪-০৮-৩০ ১৪:৫৮:৪৯

সরকারী চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের বাসিন্দা শহীদ আব্দুল গনির কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ৩০শে আগস্ট বাদ জুম্মা সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়ীর পাশে মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডভোকেট মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিহত আব্দুল গণির বাবা আব্দুল মজিদ শেখ ও ছেলে আলামিন শেখ বক্তব্য রাখেন।

 বক্তব্য শেষে মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ আব্দুল গণির রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মুহাম্মদ সিরাজুম্মুনির।

 এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক খোন্দকার নুরুল নেওয়াজ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী দুলাল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর শেখ, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা, রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান লাল, খান রেজাউল করিম রেজা, জাহাঙ্গীর মাস্টার, হাজী আব্দুল ওহাব, গোলাম মোস্তফাসহ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, নিহত আব্দুল গণির পরিবারের সদস্যরা ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া বলেন, ঢাকায় কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় আমার এলাকার সন্তান আব্দুল গণি শেখ। তার অকাল মৃত্যুতে তার পরিবারে অসহায়ত্ব নেমে আসে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের আশ্বাস দিয়েছি আমরা তাদের পাশে রয়েছি। জেলা বিএনপির পক্ষ থেকে তার কুলখানির আয়োজন করা হয়েছে। এছাড়াও তার ছেলে ও মেয়ের পড়ালেখার খরচ আমরা বহন করার সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল গণির পরিবারের যেকোনো বিপদ আপদে আমরা জেলা বিএনপি পাশে থাকবো।

 তিনি আরও বলেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি। আমরা ওই ১৭ বছর কোন কথা বলতে পারি নাই। অনেক নির্যাতন ও জুলুমের শিকার হয়েছি। তারপরও আমরা মাঠে ছিলাম। আপনাদের পাশে ছিলাম। ১৭ বছরে দুঃখ কষ্ট আমরা ভুলি নাই। বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে নিরপরাধ ছাত্রদের ওপর গুলি চালানো হয়। হাজারো ছাত্র জনতা শহীদ হয়। আমরা এই খুনি হাসিনা ও তার দোসরদের বিচার চাই।

 উল্লেখ্য, রাজধানীর গুলশানে-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতো আব্দুল গণি। গত ১৯শে জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন তিনি। পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন গণি। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ