ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
গোয়ালন্দের স্কুল ছাত্র মিরাজ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামী গ্রেফতার
  • আবুল হোসেন
  • ২০২০-১০-১৯ ১৪:২০:৫৯
গোয়ালন্দ উপজেলার উত্তর চরপাঁচুরিয়া গ্রামের ৯ম শ্রেণীর ছাত্র মিরাজ খান হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল ১৯শে অক্টোবর মিনহাজ সরদারকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাঁচুরিয়া গ্রামের সিরাজ খানের ছেলে ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মিরাজ খান (১৫) হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল ১৯শে অক্টোবর মিনহাজ সরদার(৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত মিনহাজ সরদার দেবগ্রাম ইউনিয়নের আজিজ সরদারের পাড়ার মৃত খোরশেদ সরদারের ছেলে। গতকাল সোমবার সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতারের পর গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। 

  গত ৩১শে আগস্ট সকালে দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী চর কাওয়ালজানি এলাকা থেকে মিরাজের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৭শে সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের পর মিরাজের পিতা সিরাজ খান বাদী হয়ে গত ১লা সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামী না করলেও পরবর্তীতে বাদী পক্ষ মিরাজের সাথে মিনহাজ সরদারের পরিবারের একটি মেয়ের প্রেমের সম্পর্কের সূত্র ধরে কয়েকজনকে হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ করেন। এ বিষয়ে তারা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগও দায়ের করেন। 

  এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খুন হওয়া মিরাজের সাথে গ্রেফতারকৃত মিনহাজ সরদারের এক ভাতিজীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মিনহাজ সরদারসহ তাদের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এর আগেও মিরাজের বড় ভাইয়ের সাথে ওই পরিবারের আরেকটি মেয়ের সম্পর্ক নিয়ে তাদের মাঝে তিক্ত সম্পর্ক ছিল। এর জের ধরে সে খুন হয়ে থাকতে পারে বলে বাদী পক্ষের জোর দাবী রয়েছে। প্রয়োজনে মিনহাজ সরদারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ