ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ধুলদি জয়পুরে ভোক্তা অধিকারের অভিযানে দুইটি বেকারীকে ১৮ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-০১ ১৫:০৬:০৪

 খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুরে দুইটি বেকারীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 গতকাল ১লা সেপ্টেম্বর বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান প্রতিষ্ঠান দুটিকে এ আর্থিক জরিমানা করেন।

 প্রতিষ্ঠান দুটি হলো- ধুলদি জয়পুর গ্রামের আল আমিন ব্রেড এন্ড বিস্কুট বেকারী ও একই গ্রামের মায়ের দোয়া বেকারী।

 কাজী রকিবুল হাসান জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ধুলদি জয়পুর গ্রামের আল আমিন ব্রেড এন্ড বিস্কুট বেকারীকে ১০হাজার টাকা ও একই অপরাধে মায়ের দোয়া বেকারীকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ