রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহীল হাসানের পদত্যাগ ও কলেজ থেকে অপসারণের দাবীতে মানববন্ধন ও কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলার সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।
গতকাল ২রা সেপ্টেম্বর সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলার সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহিলা কলেজে প্রবেশ করে। কলেজে তারা শিক্ষক হাসানের পদত্যাগ ও অপসরণের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিমের কাছে স্মারকলিপি প্রদান করে। অধ্যক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা বলেন, মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহীল হাসান শিক্ষার্থীদের শাসনের নামে তাদের গায়ে হাত তোলে। শিক্ষার্থীদের সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শিক্ষার্থীদের কুপ্রস্তাবসহ অভিভাবকদের সাথে অসদাচরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সে পরীক্ষার হলে নকল সন্দেহে অন্যায়ভাবে নারী শিক্ষার্থীদের বোরখা ও হিজাব খুলতে বাধ্য করায় এবং নারী ও পুরুষ উভয় শিক্ষার্থীদের সাথে পরীক্ষার হলে সে অসদাচরণ করে থাকে। তার কাছে প্রাইভেট না পড়লে সে কলেজের শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। ব্যবহারিক ও ভাইবা বোর্ডে সে শিক্ষার্থীদের সাথে বৈষম্যপূর্ণ আচরণ করে থাকে। এছাড়াও তার বিরুদ্ধে ব্যবহারিক পরীক্ষায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও সে রাজনৈতিক প্রভাব দেখিয়ে অভিযোগকারীদের ভয়-ভীতি দেখানোসহ হুমকি প্রদান করেন।
তারা আরো বলেন, তার বিরুদ্ধে ১২ দফা দাবী উল্লেখ করে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা এই শিক্ষককে কলেজ থেকে দ্রুত অপসারণ চাই।
এ বিষয়ে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহীল হাসানে বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম বলেন, কলেজ শিক্ষক হাসানের পদত্যাগের দাবীতে রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীরা ১২ দফা দাবীর কথা উল্লেখ করে আমার কাছে স্মারকলিপি দিয়েছে। আমি এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছি।