রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মুকুল বিশ্বাস(৫০) নামে প্রাইভেট কারের যাত্রী নিহত হয়েছে।
গতকাল ৩রা সেপ্টেম্বর সকাল সোয়া ৮দিকে সদর উপজেলার চর বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার মৃত অশ্বিনী কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
মুকুল বিশ্বাসের প্রতিবেশী ও বন্ধু মান্নান মুন্সী বলেন, আমি হার্টের রোগী। ঢাকার স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৭টার দিকে ভাড়া করা প্রাইভেট কারে করে আমি ও মুকুলসহ ৪জন পাংশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। চালকসহ আমরা মোট ৫জন ছিলাম। প্রাইভেট কারের সামনে চালকের পাশে আমি বসেছিলাম। আর মুকুলসহ ৩জন পেছনে বসেছিল। প্রাইভেটকারটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরবাগমারা এলাকায়(রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে) এলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি মহাসড়কের ওপর কয়েকটি পল্টি খেলে মুকুল সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন। তবে চালকসহ আমরা ৩ যাত্রী সুস্থ আছি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, চর বাগমারায় সড়ক দুর্ঘটনায় ১জন মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।