ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীতে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে কলেজ শিক্ষক হাসানকে সাময়িক অব্যাহতি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৯-০৩ ১৫:৪৭:২৮

সাধারণ জনগণ ও ছাত্র সমাজের দাবীর প্রেক্ষিতে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহীল হাসানকে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। 

 শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে গত ২রা সেপ্টেম্বর রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।

 সাধারণ শিক্ষার্থীরা বলেন, মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহীল হাসানের আমরা অনেক অভিযোগ পেয়েছিলাম। তিনি পরীক্ষার হলে শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারসহ বিভিন্ন হয়রানি মূলক কার্যক্রম করতেন। এছাড়াও তার নামে সুনির্দিষ্ট আরো কয়েকটি অভিযোগ আমরা পেয়েছিলাম। যার কারণে আমরা জেলার সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্র সমাজ ও সাধারণ জনগণ এক হয়ে ওই শিক্ষকের পদত্যাগের দাবীতে কলেজের অধ্যক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। ২৪ ঘন্টার আগেই কলেজের অধ্যক্ষ অভিযুক্ত আব্দুল্লাহীল হাসানকে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছেন। আমাদের দাবী ওই শিক্ষককে মহিলা কলেজ থেকে বদলি করে অন্য কলেজে পাঠানো হোক।

 রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একে এম ইকরামুল করিম বলেন, রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসমাজের দাবীর প্রেক্ষিতে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহীল হাসান কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ