বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি নিযুক্ত হয়েছেন রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার(এসপি) মোঃ রেজাউল হক, পিপিএম। এর আগে তিনি ঢাকায় পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ছিলেন।
গত ৩ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭জন ডিআইজিকে পদায়ন করা হয়। তার মধ্যে খুলনা রেঞ্জের ডিআইজি পদে মোঃ রেজাউল হক পিপিএম’কে পদায়ন করা হয়।
জানা গেছে, ১৮তম বিসিএস(পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোঃ রেজাউল হক ২০২২ সালের ১১ই মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০১৭ সালের নভেম্বরে তিনি এআইজি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তখন তিনি পুলিশ সদর দপ্তরের এআইজি ছিলেন।
উল্লেখ্য, মোঃ রেজাউল হক রাজবাড়ীর পুলিশ সুপার পদে গত ১৪/৭/২০১১ হতে ২১/৮/২০১৪ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ২০১৪ সালের ১লা সেপ্টেম্বর তিনি ফেনী জেলার পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি আড়াই বছর ফেনীতে দায়িত্ব পালন করেন।
তার জন্ম বগুড়া জেলায়। ১৯৯৯ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরীকালে তিনি চট্রগ্রাম, নরসিংদী, খুলনা মেট্রো, ঢাকা মেট্রো, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৭ সালে তিনি জাতি সংঘ শান্তি রক্ষী মিশন লাইব্রেরিয়া এবং ২০১০-১১ সালে কঙ্গো মিশনে দায়িত্ব পালন করে দেশে ফেরার পর রাজবাড়ী জেলায় যোগদান করেন। ফেনী থেকে ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারী তাকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়। তার সহধর্মিনী জনপ্রশাসনে যুগ্ম সচিব পদে কর্মরত। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।