নদী থেকে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর খেয়া ঘাটের অদূরে পদ্মা নদী থেকে দিনে দুপুরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী বাড়ীঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।
স্থানীয়াদের অভিযোগ, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফার প্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সময়ে পুলিশ কর্মবিরতিতে যাওয়ায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে পাংশা উপজেলা হাবাসপুর চর থেকে বালু তুলছে একটি মহল। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জেনেও কোন ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হাবাসপুর চরপাড়া বেড়িবাঁধের পাশে ৭টি স্থানে বালুর স্তুপ করা হচ্ছে। প্রতিনিয়ত পদ্মার মাঝ থেকে ড্রেজার দিয়ে বালু কেটে বাল্কহেডের মাধ্যমে নদীরকূলে আনা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়ী-ঘর ও ফসলি জমি।
জানা যায়, হাবাসপুর ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধির নেতৃত্বে চলেছে বালু উত্তোলন। আর এই অবৈধ কাজের দেখভাল করেন ২০/৩০ জন। অস্ত্রধারী ক্যাডাররা নদীতে নৌকা নিয়ে পাহাড়া দেয় ও বেড়িবাঁধের পাশে বালু চাতালের নিরাপত্তায় থাকে বলে স্থানীয়রা জানায়।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তির দাবী, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একটি রাজনৈতিক দলের লোকজন বালু উত্তোলন করছে। তাদের এই বালুর স্তুপের জন্য আমাদের বাড়ী ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ওদের কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। সবাই অস্ত্রধারী সন্ত্রাসী। প্রায় সবার নামেই একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলা রয়েছে। শুধু বালু উত্তোলনই নয় তারা এখন বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে।
কেউ অভিযোগ দিচ্ছে না কেন জানতে চাইলে তারা বলেন, অভিযোগ দিলে আরও বেশি সমস্যা, পুলিশ কিংবা সেনাবাহিনী কেউ আসে না। এখন প্রশাসন বলে কিছু আছে এটাই মনে হচ্ছে না। এখন জোর যার মুল্লুক তার হয়ে গেছে।
পাংশা অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা খবর পেয়ে বালু উত্তোলনকারী লতিফ খাকে ক্যাম্পে ডেকে এনে বালু উত্তোলন বন্ধ করতে বলেছি। আমাদের কাছে স্বীকার করেছেন তিনি আর বালু উত্তোলন করবেন না।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আমরা বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি সেনাবাহিনীকে জানিয়েছি।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাংশা উপজেলার মধ্যে কোন বালু মহল নাই। হাবাসপুর পদ্মা নদী থেকে যারা বালু উত্তোলন করছে তারা অবৈধভাবে উত্তোলন করছে। পুলিশ নিশ্চুপ থাকায় আমি অভিযান চালাতে পারছি না। আমি সেনাবাহিনীকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে বলেছি।