ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা ভবদিয়ার বেলায়েত মোল্লার ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-০৮ ১৫:০৫:০৮

ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা ও রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ায় আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ও এতিমখানার আজীবন দাতা সদস্য এবং রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর এএফএম শাহজাহানের বড় ভাই মোঃ বেলায়েত হোসেন মোল্লা(৭৭) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 গতকাল ৮ই সেপ্টেম্বর(শনিবার দিনগত রাতে) আনুমানিক রাত আড়াইটার ২টার দিকে তিনি ভবদিয়ায় নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

 গতকাল ৮ই সেপ্টেম্বর দুপুর ২টায় নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বেশ কিছু দিন ধরে তিনি ডায়াবেটিস ও অন্যান্য রোগে ভূগছিলেন।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

 তার নামাজে জানাযায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায়। 

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ