ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী স্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের নাট ভেঙ্গে দেড় ঘন্টা বিলম্ব
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৯-০৮ ১৫:০৬:১৭

 ট্রেনের এ্যান্টিবায়োটিক বোল্ট(নাট) ভেঙ্গে যাওয়ার পরেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস।

 গতকাল ৮ই সেপ্টেম্বর সকাল ১১টায় রাজবাড়ী রেলস্টেশনের দুই নম্বর প্লাট ফর্মে এ ঘটনা ঘটে। রেলের মেরামতকারীরা ১ঘন্টা ১৫মিনিটের চেষ্টায় নাটটি পরিবর্তন করার পর বেলা সাড়ে বারোটায় ট্রেন খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি। 

 রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী স্টেশনে আসলে নিয়মিত চেকিং করা হয়। চেকিং করার সময় দেখা যায় পিছনের তিনটি বগির আগের এসি বগির বাম পাশের চাকার পাশে থাকা এ্যান্টিবায়োটিক বোল্ট (নাট) ভেঙ্গে গেছে। পরে মেরামত শেষে ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যায়। চেকিংয়ে বিষয়টি ধরা পড়ায় কোন দুর্ঘটনা ঘটেনি।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ