ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কমরেড আল্লা নেওয়াজ মাহমুদ খায়রুর ৪৩তম প্রয়াণ দিবস পালন
  • কাজী আব্দুল কুদ্দুস বাবু
  • ২০২৪-০৯-০৮ ১৫:০৯:১৬

 রাজবাড়ীর বাম রাজনৈতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র কমরেড আল্লা নেওয়াজ মাহমুদ খায়রুর ৪৩তম প্রয়ান উপলক্ষে তার স্মরণে আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল ৮ই সেপ্টেম্বর শহরের ২৮কলোনী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এস.এম. এমদাদুল হক, মোঃ রবিউল আলম, মোঃ দিরাজ উদ্দিন, মোঃ আব্দুল লতিফ, নাইমা খাতুন, রঞ্জন কুমার পাল, মোঃ আব্দুস সালাম শেখ, জান্নাতুল ফেরদৌস, সীমা শিকদার, মোঃ আলমগীর হোসেন ও মোঃ জিলাল উদ্দিন। এছাড়া বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 এর আগে ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায়। 

 উল্লেখ্য, কমরেড আল্লা নেওয়াজ মাহমুদ খায়রু ছিলেন বিনয়ী আত্মত্যাগী ধৈর্য্যশীল অকুতোভয় এক বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ। তার বাবার নাম ডাঃ এ কে এম ওয়াহিদ, মাতার নাম রাজিয়া বেগম। ৫ ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন মেঝো। তার জন্ম ১লা নভেম্বর ১৯৪৯ইং। তুখর মেধাবী এই ছাত্র বিশ্ববিদ্যালয় ছেড়ে দেশ মাতৃকার টানে নিপীড়িত নির্যাতিত শোষিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিপ্লবের কাজে আত্ম নিয়োগ করেন। এই বীর সংগ্রামী নেতা মাত্র ৩২ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ১৯৮১ সালের ৮ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ