রাজবাড়ীতে “নো হেলমেট, নো বাইক রাইডিং”-এই শ্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ।
গতকাল ১২ই সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
এ সময় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন মোটর সাইকেলের হেলমেট পরিহিত চালক ও আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি মোটর সাইকেলের হেলমেট বিহীন চালক ও আরোহীদের হেলমেট পরার জন্য উদ্বুদ্ধ করেন এবং ভবিষ্যতে হেলমেট পড়ার জন্য সতর্ক করেন।
রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব, রোমানসহ অন্যান্যরা বলেন, সকল মোটর সাইকেল চালকদের উচিত নিজের সেফটির জন্য হেলমেট ব্যবহার করা। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যারা মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাদের পরিবারটা ধ্বংস হয়ে যায়। তাই আমরা চাই না আমাদের কোন বন্ধু অথবা ভাই দুর্ঘটনার কবলে পড়ে তাদের পরিবারটা ধ্বংস হয়ে যাক। তাই আমাদের সকলকে হেলমেট ব্যবহার করতে হবে।
আমরা জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে আজ মোটর সাইকেল চালকদের হেলমেট পড়ার জন্য সচেতন করছি।
নবাগত পুলিশ সুপারের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলার মোটর সাইকেল চালক ও আরোহীরা। তারা বলেন, জেলা পুলিশের এমন কার্যক্রম দেখে খুবই ভালো লাগছে। তবে এমন কার্যক্রম অব্যাহত থাকলে “নো হেলমেট নো বাইক রাইডিং” কর্মসূচী শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আমাদের সকলের নিরাপদ জীবনের জন্য আমরা এই কার্যক্রম শুরু করেছি। স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে শিক্ষার্থীরা সহায়তা করেছে। আমরা প্রাথমিক পর্যায়ে মোটর সাইকেল চালক ও আরোহীদের সচেতন করছি। পরবর্তীতে আমরা আইন প্রয়োগ করা শুরু করবো।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ সাঈদুর জামান সাকিব ও মহব্বত হোসেন রোমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।