পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষ্যে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১৬ই সেপ্টেম্বর ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আলম মামুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব জেলা মোহাম্মদ আবু সাঈদ তাইয়্যেবী।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট আলেম ওলামাগণ, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন মক্তবের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।