ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
রাজবাড়ীতে বেসরকারী সংস্থা আর্টিকেল নাইনটিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৯-১৭ ১৫:৫৫:৫১

 রাজবাড়ীতে তথ্য অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা আর্টিকেল নাইনটিন এর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 গতকাল ১৭ই সেপ্টেম্বর সোনাকান্দর ডেভলেপমেন্ট ক্লাবের আয়োজনে শহরের নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও আর্টিকেল নাইনটিন বাংলাদেশ এবং সাউথ এশিয়ার প্রোগ্রামার অফিসার সালমা পারভীন বক্তব্য রাখেন।

 এ সময় আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসাঃ ফারহানা জাহান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার  জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সোনাকান্দর ডেভলেপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক কে এম তাহছিন মুগ্ধসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সাংবাদিক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের ২০ জন অংশ নেয়।

 কর্মশালায় আওয়ার ভয়েজস, আওয়ার চয়েজেস (ওভোক) ওমেন এন্ড ইয়ুথ ফর ডেমোক্রেটিক সিভিস স্পেস প্রকল্পের আওতায় ক্যাপাসিটি বিল্ডিং অন রাইটস এন্ড রাইট বেজড এপ্রোচ বিষয়ে আলোচনা করা হয়। 

 আজ ১৮ই সেপ্টেম্বর সকাল থেকে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

 

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ
 বিশ্ব শিক্ষক দিবসে রাজবাড়ীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ