ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে সরকারী ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-১৮ ১৮:৫৬:৩৩
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৩শত কর্মহীন পরিবারের মধ্যে গতকাল ১৮ই মে দুপুরে সরকারী ত্রাণ ও ৪০টি পরিবারের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৩শত কর্মহীন পরিবারের মধ্যে সরকারী ত্রাণ(১০ কেজি চাল ও ২ কেজি আলু) ও ৪০টি পরিবারের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
  গতকাল ১৮ই মে দুপুরে আলীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান, ইউপি সচিব ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন। 

রাজবাড়ীতে বালুর চরম সংকটে ছয় মাসে দাম বেড়ে দ্বিগুণ॥ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ীতে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ সনদ বিতরণ
সর্বশেষ সংবাদ